পাকিস্তানের দল নির্বাচনে প্রভাব খাটানোর মতো সময় আমার নেই

পাকিস্তান ক্রিকেট নিয়ে সবসময়ই নানা বিতর্কের সৃষ্টি হয়। কথা ওঠে সাবেক ক্রিকেটারদের কর্মকান্ড নিয়ে। সম্প্রতি পাকিস্তানের জাতীয় দল নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের বিরুদ্ধে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াসিম। জাতীয় দলে কাউকে নেওয়ার জন্য যথেষ্ট সময় তার হাতে নেই বলেও জানান তিনি। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের জাতীয় দল কিংবা বোর্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
ওয়াসিম বলেন, ‘আপনার কি মনে হয় আমার এত সময় আছে যে মোহাম্মদ ওয়াসিমকে ডেকে নির্দিষ্ট খেলোয়াড়কে নিতে বলব? আমার সময়ই নেই এসবের। আমি পাকিস্তানের দল ও বোর্ডের সঙ্গে যুক্ত না। সুতরাং আমার এখানে কিছুই করার নেই। আমার যদি যথেষ্ট সময় থাকে, তখন আমাকে বলবেন।’
পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকেও সমর্থন দিয়েছেন আকরাম। যদিও গত বেশ কয়েকদিন ধরে সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে আকরাম তেমনটা মনে করেন না। সারজিল খানকে ফিটনেসে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।
সাবেক এই কিংবদন্তি পেসার বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে ফিটনেসে উন্নতি করা খুব কঠিন কাজ। সে একজন ম্যাচ উইনার এবং তার সবরকমের যোগ্যতা আছে। আন্তর্জাতিক পর্যায়ে, আপনি যেদিকে তাকাবেন, সেটাই পাবেন। তার ফিটনেসে উন্নতি করতে হবে। সে আমাকে পিএসএলের সময় কথা দিয়েছে এটা করবে।’
এমএইচ