স্পেনে ফাহাদে কুপোকাত গ্র্যান্ডমাস্টাররা

স্পেনের মেনোরকাতে দ্বিতীয় ওপেন আন্তর্জাতিক দাবা মেনোরকা গ্রুপ প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ২৫ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। পাঁচ খেলায় তার সাড়ে তিন পয়েন্ট।
চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের দুই গ্র্যান্ড মাস্টারের সঙ্গে ড্র করেছেন। চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার প্রনভ আনন্দের সঙ্গে ড্র করেন। পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ড মাস্টার পি, ইনিয়ানের সঙ্গে ড্র করেন। তৃতীয় রাউন্ডে ফাহাদ তার্কিশ গ্র্যান্ড মাস্টারকে পরাজিত করেছিলেন। টানা তিন রাউন্ড ফাহাদ গ্র্যান্ডমাস্টারদের রুখে দিলেন।
আজ ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মার্কিন যুক্তরাস্ট্রের আন্তর্জাতিক মাস্টার টিলোন ব্রাইসের সঙ্গে খেলবেন। ৩৯ টি দেশের ৩৫ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৩০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মাহনা’স ক্যাসেল আয়োজনে মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আজ (শুক্রবার) দুপুরে মানহা’স ক্যাসেলের হল-রুম, লেবেল-৫, আর এইচ হোম সেন্টার, ৭৪ গ্রিন রোড এ শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে ৪০ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। প্রতিযোগিতাটি ৭ দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।
এজেড/এফআই