নববর্ষে কলিন্দ্রেসের হ্যাটট্রিকে জিতল আবাহনী

বাংলা নববর্ষের দিন সরকারি ছুটি হলেও দেশের ঘরোয়া ক্রীড়াঙ্গন ছিল সরব। দুই শীর্ষ খেলা ফুটবল ও ক্রিকেটের প্রিমিয়ার লিগে ব্যস্ততায় পার করেছেন দেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে ঢাকা আবাহনী ৪-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে।
এদিন ঢাকা আবাহনীর কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস হ্যাটট্রিক করেছেন। ১৭ ও ৭৯ মিনিটে গোল করেন কলিন্দ্রেস। পরবর্তীতে তিনি হ্যাটট্রিক গোলটি পূর্ণ করেন ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে। একইসঙ্গে ম্যাচের ৫৯ মিনিটে নবীব নেওয়াজ জীবনের প্রথম গোল করেছেন। এই জয়ে আবাহনী ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩১।
একই দিন অনুষ্ঠিত লিগের অন্য দুটি ম্যাচ ড্র হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে। ওই ম্যাচে উজবেকিস্তানের ওতাবেকের গোলে ৪১ মিনিটে লিড নেয় জামাল। পরবর্তীতে ৯৩ মিনিট পর্যন্ত মারুফের শিষ্যরা সেই লিড ধরে রেখেছিল। এরপর ৯৪ মিনিটে এমানুয়েলের গোলে ম্যাচে সমতা আনে মুক্তিযোদ্ধা।
শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচটিও ড্র হয়েছে। ম্যাচের মাত্র ২ মিনিটেই লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ৩২ মিনিটে সেই লিড পার করে সমতা আনে শেখ রাসেল। ৬১ মিনিটে সানডের গোলে এবার এগিয়ে যায় রাসেল। তবে সেটিও স্থায়ী হয়নি। ৮১ মিনিটে ফরহাদের গোলে চট্টগ্রাম আবাহনী সমতা এনে এক পয়েন্ট নিশ্চিত করে।
আগামীকাল রয়েছে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ। কিংস অ্যারেনায় বসুন্ধরা ফর্টিজের এবং কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডান খেলবে পুলিশের বিপক্ষে, দুটি ম্যাচই হবে বিকেল সোয়া ৩টায়।
এজেড/এএইচএস