গাড়ি দুর্ঘটনায় আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীন হিঙ্গনিকার ভারতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়েছেন। আজ মঙ্গলবার পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী সুবর্ণা মারা গেছেন।
গুরুতর আহত অবস্থায় হিঙ্গনিকারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হাতে অবশ্য বেশ বড়সড় আঘাত পেয়েছেন। একটা অপারেশনও করা লাগবে বলে জানা গেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের আরেক পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু।
প্রবীন হিঙ্গনিকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে আছেন। ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি বিসিবির সঙ্গে কাজ করছেন। এর আগে ভারতেও পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এসএইচ/এইচজেএস