স্পন্সরের অভাবে সড়কপথে ভারত যাচ্ছে হকি দল

জুনিয়র হকি বিশ্বকাপ খেলার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ হকি ফেডারেশন অ-২১ দলকে দীর্ঘমেয়াদে ক্যাম্পের পাশাপাশি ভারতে অনুশীলন ম্যাচ খেলতে পাঠাচ্ছে। ভারতের অনুশীলন ম্যাচগুলো খেলতে আজ (বৃহস্পতিবার) রাতে সড়কপথে রওনা হচ্ছেন প্রিন্স লালরা।
ঢাকা থেকে কলকাতার উদ্দেশে বাসে উঠবে বাংলাদেশ অ-২১ দল। কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছাবে। সেখান থেকে আবার বাসে ঘন্টা তিনেক ভ্রমণ করে হারিয়ানায় যাওয়ার কথা প্রিন্স লালদের। সব মিলিয়ে প্রায় এক দিনের বেশি সময় ভ্রমণেই যাবে। অ-২১ দলের এই সড়কযাত্রা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে। হকি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনও ঘুরে ফিরে এসেছে ভ্রমণক্লান্তি ও স্পন্সরের বিষয়াদি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ভ্রমণক্লান্তির ব্যাখ্যা দিয়েছেন এভাবে,‘কলকাতা থেকে ভালোমানের ট্রেনেই ছেলেরা দিল্লি যাবে। স্লিপিং কোচে বেশ স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে তারা ভ্রমণ করবে। তাছাড়া দিল্লি থেকে বাসে ভ্রমণ করতেই হতো’।
ভারত থেকেই ওমানে যাবে বাংলাদেশ দল। ভারতে আসা-যাওয়া, ওমানের বিমান খরচ সব মিলিয়ে খরচ প্রায় কোটি টাকা। এত বড় অঙ্ক হলেও ফেডারেশনের সাধারণ সম্পাদক বললেন তাদের বাজেট-ই নেই,‘সত্যিকার অর্থে আমাদের কোনো বাজেট নেই। নির্দিষ্ট আয় থাকলে বাজেট হতে পারে। সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থা কোনো মাধ্যমে আমরা অর্থ পাই না। জাতীয় ক্রীড়া পরিষদ যে অনুদান দেয়, সেই অনুদানের অর্থ ফেডারেশনের স্টাফদের পেছনেই ব্যয় হয়’।

জুনিয়র এশিয়া কাপের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন,‘হকি ফেডারেশন দেশের এমন একটি ফেডারেশন যেখানে কর্মকর্তাদের অর্থ দিয়েই নানা কর্মকান্ড হয়। ফেডারেশনের অনেক কর্মকর্তাই ব্যক্তিগতভাবে অর্থ দিচ্ছে। সবার সহযোগিতাতেই দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে’।
মাস কয়েক আগেই হকিতে হয়েছে ফ্রাঞ্চাইজ লিগ। আল আরাফা, গ্রিন ডেল্টাসহ নানা স্পন্সর ছিল হকির সঙ্গে। এমন পৃষ্ঠপোষকদের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক থাকার পরও দৈন্যতা কেন এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন,‘আমাদের কিছু স্পন্সর রয়েছে তারা নির্দিষ্ট খাতে। গ্রিন ডেল্টা লিগে স্পন্সর করে। জাতীয় দলেও অনেক সময় স্পন্সর আসে। আমরা এখনো এই টুর্নামেন্টের জন্য স্পন্সর আনার চেষ্টা করে যাচ্ছি।’
স্পন্সর নেই এরপরও অ-২১ দলের সব কাজ দারুণভাবে সম্পন্ন হচ্ছে বলে দাবি সাধারণ সম্পাদকের,‘আমাদের কোনো স্পন্সর নেই এরপরও কোনো কিছু কিন্তু থেমে নেই। ক্যাম্প ভালোমতো চলছে, একাধিক কোচিং স্টাফ রয়েছে এবং দল বাইরে যাচ্ছে টুর্নামেন্টের অনুশীলনের জন্য। আমরা কিন্তু চালিয়ে নিচ্ছি।’
এজেড/এফআই