জামাল ও বাংলাদেশকে কলকাতার শুভেচ্ছা

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডান ছাড়লেও তাকে এখনো ভোলেনি। আজ বাংলাদেশের ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচ। কিরগিজস্তান ম্যাচের আগে বাংলাদেশ দল ও জামাল ভূঁইয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা মোহামেডানের অধিনায়ক প্রিয়ান সিং।
এক ভিডিওবার্তায় বলেছেন, ‘কলকাতা মোহামেডানের পক্ষ থেকে নেপালের টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ও জামাল ভূঁইয়াকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি’। প্রিয়ন্ত সিং মূলত এই মৌসুমে কলকাতা মোহামেডানের অধিনায়ক। মোহামেডানের এই নির্ভরযোগ্য গোলরক্ষক ইনজুরিতে পড়ায় কিছু ম্যাচে ছিলেন না এজন্য আর্মব্যান্ড উঠেছিল অন্যের হাতে।
জামাল ভূঁইয়া বাংলাদেশের ম্যাচের জন্য আই লিগের শেষ দুইটি ম্যাচ মিস করছেন। ২১ মার্চ জামালকে ছাড়া খেলা ম্যাচে কলকাতা মোহামেডান ১-২ গোলে হেরেছে গোকুলাম কেরালা এফসির কাছে। লিগে কলকাতার শেষ ম্যাচ ২৭ মার্চ।
Hey Everyone, What's Up❓Don't Worry, Khela Hobeeee❗ INSTAGRAM➡️ instagram.com/jamal_ontheroad
জামাল ভূঁইয়াকে আগামী মৌসুমে খেলার প্রস্তাব দিয়েছিল কলকাতা। সেই প্রস্তাব দেয়ার দুই দিনের মধ্যেই জামাল পুনরায় সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কলকাতা মোহামেডান।
এজেড/এনইউ