বিলেতে গিয়েও তাসকিনকে মনে পড়ছে হাসানের

ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুশীলন মাঠ ভেজা থাকায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। যা প্রথম ওয়ানডেতে টাইগারদের ব্যাটিংয়েও কিছুটা ফুটে উঠেছে। প্রথমে ব্যাট করা সফরকারীদের ২৪৬ রানের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির আগপর্যন্ত ১৬.৩ ওভার ব্যাট করেছিল আয়ারল্যান্ড। সেই সময় তারা ৩ উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছিল। তিনটির মধ্যে বাংলাদেশি পেসাররা পেয়েছেন দুটি এবং একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দলে থাকা তিন পেসারের দেশের বাইরে খেলার অভিজ্ঞতা কম। সেই কারণেই কিনা ইনজুরির কারণে দলের বাইরে থাকা তাসকিন আহমেদকে স্মরণ করলেন তরুণ পেসার হাসান মাহমুদ।
আইরিশদের সামনে তামিম ইকবালের দলের পুঁজি মাঝারি মানের হলেও, তাতে নিশ্চয়ই চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য ছিল টাইগার বোলারদের। কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিলো কই! বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত পরিত্যক্ত রেফারিরা ম্যাচটি ঘোষণা করতে বাধ্য হন।
আরও পড়ুন >> রান কম হওয়ার ব্যাখ্যা দিলেন শান্ত
এক ভিডিও বার্তায় ম্যাচে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল- ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদেরকে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া। যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা।’
আয়ারল্যান্ড ইনিংসের শুরুতে দুই উইকেট তুলে নেন হাসান এবং শরীফুল। যা স্মরণ করিয়ে দেন এই পেসার, ‘ আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের দুইটা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম। এরকম কন্ডিশনে ভালো করার একটাই উপায়- ডোনাল্ড (বোলিং কোচ অ্যালান ডোনাল্ড) যেটা বলেছেন, যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানোর চেষ্টা করা। বক্সের মধ্যে বল করা। স্টাম্প টু স্টাম্প যদি বল করতে পারি তাহলে খুব ভালো হয় আরকি। সবমিলিয়ে গড়ে খুবই ভালো একটা ফিগার দাঁড়ায়।’
বিলেতে গেলেও সিনিয়ার পেসার তাসকিন আহমেদকে মনে পড়ছে হাসানের, ‘আমি ও শরিফুল ইনজুরির মধ্যে ছিলাম, তবে এখন মোটামুটি ফিট আছি আমরা। আর তাসকিন ভাই ইনজুরিতে, উনি আবার কামব্যাক করবে ইনশা-আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে।’
এসএইচ/এএইচএস