কথা রেখে নাসিরের ব্যাটে রান, মার্শাল-দিপুর সেঞ্চুরি

বেশ কিছুদিন মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের কাজের জন্য আলোচনায় ছিলেন বেশি। সর্বশেষ নিজের বিয়ে নিয়ে আলোচনায় আসেন নাসির হোসেন। এরপর বিতর্ক পার করে অনেকদিন পর দেশের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে।
এই টুর্নামেন্ট শুরুর আগেই নাসির বলেছিলেন, আট ম্যাচে কমপক্ষে এক হাজার রান করতে চান তিনি। নিজের দেওয়া সেই কথা রাখতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এনসিএলের দ্বিতীয় দিনে পেয়েছেন ফিফটি, অপেক্ষায় আছেন সেঞ্চুরি করার।
সাভারে প্রথম ইনিংসে সাইফ হাসানের সেঞ্চুরিতে ৩৬৫ রান তুলেছিল ঢাকা বিভাগ। তাদের জবাব দিতে নেমে বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দারুণ খেলছেন নাসির। ১১ চার ও ২ ছক্কায় ১৮৫ বলে ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে রংপুর বিভাগ। ঢাকার হয়ে নাজমুল হোসেন তিনটি ও পেসার সুমন খান দিয়েছেন দুই উইকেট।
অন্যদিকে দ্বিতীয় দিনে চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহাদাৎ হোসেন দিপু। ১১ চার ও ২ ছক্কায় ২৫৬ বলে ১০৮ রান করেছেন তিনি। চট্টগ্রাম প্রথম ইনিংসে করেছে ২৮৭ রান। জবাব দিতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী বিভাগ।
দুই পেসার মেহেদী হাসান রানা ও নোমান চৌধুরীর তোপের মুখে পড়েছেন তারা। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ২৭ রান এসেছে ফরহাদ হোসেনের ব্যাট থেকে। অন্যদিকে নোমান চার ও রানা নিয়েছেন তিনটি করে উইকেট।
বরিশালে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহের পথে হাঁটছে ঢাকা মেট্টোপলিটন। সেঞ্চুরি করেছেন দলটির অধিনায়ক মার্শাল আইয়ুব। ১৬৫ বলে ১১২ রান করেছেন তিনি। ৩২৪ রানে সাত উইকেট হারিয়ে দিনশেষ করেছে ঢাকা মেট্টো। এর আগে ২৪১ রানে অলআউট হয় বরিশাল।
এমএইচ/এমএইচ