ধোনির ক্যামিওতে দিল্লিকে হারাল চেন্নাই

শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারলেন না। ভিন্ন পথে হাঁটতে পারেলেন না মিডল অর্ডার ব্যাটাররা। তবে শেষদিকে ফিনিশিংয়ের দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। তার ক্যামিওতেই লড়াই করার মতো পুঁজি পেয়েছিল চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে যা ডিফেন্ড করেছেন কিংসের বোলাররা।
টস জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬৭ রান তুলেছিল চেন্নাই। জবাবে ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় দিল্লির ইনিংস। এ জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফ দৌড়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চেন্নাই। ১১ ম্যাচে ৮ পয়েন্ট সবার নিচে দিল্লি।
ধোনি ব্যাটিংয়ে নামেন ১৭তম ওভারে। চিপকের ধীরগতির উইকেটে রান তুলতে তখন হিমশিম অবস্থা। প্রথম তিন বলে ১ রান তুলতে পারা ধোনি হাত খোলেন উনিশতম ওভারে। বাঁহাতি পেসার খলিলের পাঁচ বল থেকে দুটি ছয়, ১টি চার ও একটি করে ডাবল ও সিঙ্গেল মিলিয়ে ১৯ রান নেন।
১৪০-১৫০ রানের মধ্যে আটকে যাওয়ার শঙ্কায় থাকা চেন্নাই ক্ষণিকে দেড় শ পেরিয়ে যায়। মিচেল মার্শের করা শেষ ওভারে লং-অনে ওয়ার্নারকে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে ২০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে যান ধোনি।
রান তাড়ায় নেমে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা আর মাথিশা পাথিরানাদের বৈচিত্র্যময় আক্রমণে ভুগে ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় দিল্লির ইনিংস। পাথিরানা ৩৭ রানে ৩টি, চাহার ২৮ রানে ২টি উইকেট নেন।
এইচজেএস