শুরুতেই ফিরলেন তামিম

বড় স্কোরের ম্যাচে জবাব দিতে নেমে শুরুতেই আউট হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মার্ক অ্যাডায়ারের বলে লেগ স্কয়ারে ফ্লিক করতে গিয়ে তিনি শর্টে থাকা ফিল্ডারের তালুবন্দী হয়েছেন। এতে মাত্র ৯ রানেই প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। আউট হওয়ার আগে টাইগার অধিনায়ক করেছেন ১৩ বলে ৭ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ১৫ রান।
আরেক ওপেনার লিটন দাস দেখেশুনে খেলার চেষ্টা করছেন। আগের ম্যাচে তিনি প্রথম ওভারেই জস লিটলের বলে আউট হয়ে ফেরেন। তার সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে জশ লিটলের করা প্রথম ওভারে তামিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়েছিল। তাতে আম্পায়ার সাড়া দেননি। তবে পরের ওভারেই অ্যাডায়ারের প্রথম বলে আবার তামিমের বিপক্ষে ফের এলবিডব্লিউর আবেদন, এবারও আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন অ্যান্ড্রু বালবার্নি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই তারা রিভিউ হারিয়েছে।
এর আগে শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ড হ্যারি টেক্টরের ক্যারিয়ার সর্বোচ্চ ১৪০ রানে ভর করে ৩২০ রানের লক্ষ্য ছুড়ে দেয়। যা বাংলাদেশের বিপক্ষে আইরিশদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টেক্টর ছাড়াও ঝড়ো ব্যাটিংয়ে জর্জ ডকরেল ৭৪ এবং বালবার্নি করেছেন ৪২ রান।
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পরে শুরু হয়। ফলে ম্যাচ কমিয়ে আনা হয় ৪৫ ওভারে। আইরিশদের ব্যাটিংয়ের শুরুর লাগাম ছিল টাইগার পেসার হাসান মাহমুদের দখলে। তার বলে মাত্র ২৬ রানে দুই ওপেনার আউট হয়ে যান। এরপর সেখান থেকে দলকে টেনে তোলেন টেক্টর ও বালবার্নি। তাদের জুটিতে আইরিশরা পায় ৯৮ রানে ভালো ভিত। এরপর টাইগার বোলারদের রীতিমতো তুলোধুনো করেন টেক্টর ও ডকরেল।
এএইচএস