সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মিরাজ, তাসকিন, রুবেলরাও

কলকাতা নাইট রাইডার্স শুভেচ্ছা জানিয়েছিল আগেই। এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরাও।
আজ ২৪ মার্চ জীবনের ৩৫তম বছরে পা দিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু কীর্তি আছে তার, যার নাগাল এখন পর্যন্ত পাননি আর কোনো বাংলাদেশি। সেসব কীর্তি মনে করিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় সাকিবকে।
Happy Birthday, @Shakib Al Hasan
এর অনেক আগেই সাকিবের সতীর্থ ইমরুল কায়েস নিজের ফেসবুক পাতায় শুভেচ্ছা জানান। তার কথা, ‘’বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়, আমার বন্ধু, সতীর্থ ও দেশের ক্রিকেটের আদর্শ সাকিব আল হাসানকে জানাচ্ছি শুভ জন্মদিন।’
Happiest Birthday to one of the finest cricketers , teammate, friend and an idol to Bangladesh Cricket Shakib Al Hasan!
বাংলাদেশ পেসার রুবেল হোসেন তো আরেক কাঠি সরেস! ব্যক্তিগত ফেসবুক পেজে সাকিবের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, লিজেন্ড সাকিব আল হাসান।’
শুভ জন্মদিন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, লিজেন্ড সাকিব আল হাসান।
শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদও। লিখেছেন, ‘সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, যিনি বাংলাদেশ ক্রিকেটের পতাকাবাহক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।’ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, ‘সেই মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা, যিনি লাখো মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। শুভ জন্মদিন সাকিব ভাই!’ তরুণ সাদমান ইসলামও জানিয়েছেন শুভেচ্ছা। তার ভাষ্য, ‘শুভ জন্মদিন সাকিব আল হাসান ভাই। আপনাকে সুন্দর একটা দিনের জন্য, সুস্বাস্থ্য ও চিরস্থায়ী সুখের জন্য শুভকামনা জানাই।’
বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা ইসলাম বিশ্বসেরা অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব আল হাসান ভাইয়া। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও আরও অনেক সাফল্য দিয়ে আশির্বাদ করুন।’
Happy birthday to you our Legend Shakib Al Hasan Bhaiya. May Allah bless you with good health & lots more success
এদিকে কলকাতা নাইট রাইডার্স আগের পোস্টের পর আবারও তাকে শুভেচ্ছা জানিয়েছে নতুন এক পোস্টের মাধ্যমে। যেখানে উঠে এসেছে দলটির সঙ্গে সাকিবের অতীতের কিছু মূহুর্ত।
এনইউ