এশিয়ান গেমসের ফান রান আগামীকাল

বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ গেমস ‘এশিয়ান গেমস’। গেমসের প্রচার প্রচারণার অংশ হিসেবে ফান রান আয়োজন করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ ) এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি। চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এরই অংশ হিসেবে গেমসের প্রচার-প্রচারণার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফান রান।
ফান রানের র্যালিটি সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এসে শেষ হবে। সকাল নয়টায় পল্টন মাঠে প্রীতি দৌড় রয়েছে। ফান রান র্যালিতে বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ, ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাগণ অংশ নেবেন। র্যালি শেষে পল্টন ময়দানে প্রীতি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং বিজয়ীদের এশিয়ান গেমসের অর্গানাইজিং কমিটি কর্তৃক সরবরাহকৃত স্মারক মেডেল দেওয়া হবে।
বাংলাদেশে ফান রান আয়োজন উপলক্ষ্যে ইতোমধ্যে ওসিএ ও এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির পাঁচ জন কর্মকর্তা বাংলাদেশে অবস্থান করছেন। আগামীকাল ফান রান র্যালির পর তারা দুপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করবেন। আজ মঙ্গলবার বিওএর ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফান রান সংক্রান্ত নানা তথ্য জানান এশিয়ান গেমসের সেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার। এ সময় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, ফান রান অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এমবি সাইফ এবং বিওএ মহাপরিচালক ব্রি. জেনারেল এম সামছ এ খান উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস