রিয়াল-সিটির মহারণসহ টিভিতে আজ খেলার সূচি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০২৩, ০৭:১৬ এএম


রিয়াল-সিটির মহারণসহ টিভিতে আজ খেলার সূচি

ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। আজ (১৭ মে) আরেকটি ফাইনালিস্ট দল নির্বাচনের পালা। রাতে ইউরোপীয় দুই পরাশক্তি দল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে। একইদিন বাংলাদেশ-পক্স্তিান যুবাদের টি-টোয়েন্টি এবং একটি ম্যাচ রয়েছে আইপিএলে।

ক্রিকেট
১ম অনানুষ্ঠানিক টেস্ট
বাংলাদেশ ‘এ’-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব

যুব টি-টোয়েন্টি
বাংলাদেশ-পাকিস্তান
সকাল ১০টা, বিসিবি/ইউটিউব

আইপিএল
পাঞ্জাব-দিল্লি
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি টেন ২

এএইচএস

Link copied