পাঞ্জাবের হারে কী সুবিধা পাবে কেকেআর?

গ্রুপ লিগ প্রায় শেষ হতে চললেও এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স ছাড়া কোনও দল প্লে-অফে উঠতে পারেনি। এরমধ্যে গতকাল পাঞ্জাব কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এতে প্লেঅফে ওঠার দৌড়ে কিছুটা সুবিধা পাবে কলকাতা নাইট রাইডার্স।
দিল্লির কাছে হারায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাবের। পয়েন্ট তালিকায় আট নম্বরেই রয়েছে তারা। আরেকটি ম্যাচ বাকি রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থানেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। দু’দলের মধ্যে যেই জিতুক, কারো পয়েন্টই ১৪ পয়েন্টের বেশি হচ্ছে না।
অন্য দিকে কেকেআরেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ জিতলে কলকাতারও ১৪ পয়েন্ট হবে। ভালো ব্যবধানে জিততে পারলে নেট রানরেটে বাকি দুই দলকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে কেকেআরের।
সে ক্ষেত্রে শেষ চারে ওঠার লড়াইয়ে কেকেআরের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরু তাদের বাকি দুই ম্যাচের অন্তত একটি হারলে ও মুম্বাই তাদের শেষ ম্যাচ হারলে সেই দুই দলেরও পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে কেকেআরের সুযোগ থাকবে প্লে-অফে ওঠার।
এনএফ