উমরান ইস্যুতে মার্করামকে কথা শোনালেন পিটারসেন

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শেষ কয়েকটা ম্যাচে প্রথম একাদশে ছিলেন না উমরান মালিক। কেন উমরান একাদশে নেই, কোথায় গেলেন তিনি?
উমরানের বিষয়ে নাকি কিছু জানেন না দলের আইডেন মার্করামও। হায়দরাবাদ অধিনায়কের কথায় চটেছেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তার কথায়, নিজের ঘরের খবরই জানেন না মার্করাম। তা হলে আর দল কী ভাবে সাফল্য পাবে!
রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচের দিন টসের পরে মার্করাম বলেছিলেন, সত্যি বলতে উমরানের ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না। ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে পারে। ওর প্রতিভা আছে। কিন্তু জানি না পর্দার পিছনে কী চলছে!
এ মন্তব্যেই অনেকে ভাবতে শুরু করেছেন তাহলে হয়তো দলের ভেতরের অবস্থা ভালো না। ক্রিকেটারদের সঙ্গে অধিনায়কের সম্পর্ক জটিল। উমরান তার পছন্দের নন বলেই কি মার্করাম তাকে খেলাচ্ছেন না!
দলের কোচ ব্রায়ান লারাও জানিয়েছেন, ছন্দে না থাকায় দলে সুযোগ পাচ্ছেন না উমরান। কিন্তু যে দলে বেশির ভাগ ক্রিকেটারই ছন্দে নেই সেখানে উমরানকে সুযোগ দিতে দোষ কোথায়? এই প্রশ্নই তুলেছেন পিটারসেন।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, আট সপ্তাহ আগে হায়দরাবাদ দলে যোগ দিয়েছে মার্করাম। এত দিনে দলের সবার সম্পর্কে ওর ভালো ধারণা হওয়া উচিত। সেটাই অধিনায়কের কাজ। কিন্তু এখনও নিজের ঘরের খবরই জানে না মার্করাম। অধিনায়কই যদি এমন হয় তা হলে দল কী ভাবে সফল হবে!
এনএফ