অ্যাডহকের পথে শরীর গঠন

আলোচনার বাইরে থাকা ফেডারেশনগুলোর মধ্যে একটা বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন। গত বছর ডিসেম্বরে জাতীয় প্রতিযোগিতায় বডিবিল্ডার শুভর 'লাথি' কান্ড দেশজুড়ে আলোড়ন তৈরি করে।
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির চার বছর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই ফেডারেশনে অ্যাডহক কমিটি দেয়ার পথে, 'উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমেই শরীরগঠনে অ্যাডহক কমিটির প্রক্রিয়া চলমান। চলতি সপ্তাহের মধ্যেই হয়তো অ্যাডহকের প্রজ্ঞাপন হবে’ বলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।
ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে নির্বাচন চলছে শরীর গঠনে নির্বাচনের পরিবর্তে অ্যাডহক কমিটি করার কারণ সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বলেন, 'সম্প্রতি ব্যাডমিন্টন ফেডারেশনে নির্বাচন সম্পন্ন হয়েছে। আরো কয়েকটি ফেডারেশনে নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। শরীর গঠনে অ্যাডহক কমিটি সাময়িক সময়ের জন্য। কিছু প্রক্রিয়ার পর আমরা শরীরগঠনেও নির্বাচন দেব।'
শুভর ঐ ঘটনার পর ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্টে সাধারণ সম্পাদক নজরুলের কর্মকান্ড প্রশ্নবিদ্ধের পাশাপাশি ফেডারেশনেও অনেক অসঙ্গতি উঠে আসে। তদন্ত কমিটির প্রতিবেদনে কিছু কঠোর সুপারিশও ছিল। কমিটির মেয়াদ একেবারে শেষের দিকে থাকায় জটিলতা এড়াতে জাতীয় ক্রীড়া পরিষদ সেই সুপারিশ বাস্তবায়ন করেনি।
ক্রীড়াসংশ্লিষ্টদের ধারণা, অ্যাডহক কমিটির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করে সুষ্ঠ ভোটার তালিকা করে নির্বাচন দেবে। বিশ্বস্ত সূত্রের খবর, অভিযুক্ত সাধারণ সম্পাদক নজরুলকে বাইরে রেখেই অ্যাডহক কমিটি হবে।
এজেড/এইচজেএস