বাদল রায়ের নামে ক্রীড়া স্থাপনা করার ঘোষণা

‘একজন গুণী মানুষ ছিলেন বাদল রায়। মাঠে যেমন ছিলেন চৌকস, ঠিক তেমনি সংগঠক হিসেবেও ছিলেন দক্ষ। এমন একজন ক্রীড়াপ্রেমীকে হারিয়ে কাঁদছে ক্রীড়াঙ্গন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। দেশের একটি ক্রীড়া স্থাপনা বাদল রায়ের নামে করার পরিকল্পনা রয়েছে আমাদের’, শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স অনুষ্ঠিত বাদল রায়ের স্মরণ সভায় কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
ক্রীড়াঙ্গনে সাবেক এই ফুটবলারকে বাঁচিয়ে রাখতে শনিবারের স্মরণসভায় একটি ক্রীড়া স্থাপনার নাম বাদল রায়ের নামে রাখার দাবি জানান স্ত্রী মাধুরী রায়। যার ফলশ্রুতিতে বাদল রায়ের নামে একটি ক্রীড়া স্থাপনার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
২২ নভেম্বর দেশের প্রথিতযশা ক্রীড়াবিদ ও সংগঠক বাদল রায় মৃত্যুবরণ করেন। বাদল রায়ের স্মরণে শনিবার এক স্মরণসভা আয়োজিত হয়। সেই স্মরণসভা আয়োজক কমিটির প্রধান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘বাদল রায়ের স্পৃহাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে নতুনরা।’
শনিবারের এই স্মরণসভায় বাদল রায়কে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
সাবেক তারকা ফুটবলার মধ্যে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান খান বাবলু, আবদুল গাফফার, শেখ মো. আসলাম, ইমতিয়াজ সুলতান জনি, সত্যজিৎ দাস রুপু, কাজী জসিম উদ্দিন আহমেদ জোসি, ইমতিয়াজ আহমেদ নকীব, মানস কুমার ধলু, অমিত খান শুভ্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।
এছাড়া রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক দিলু খন্দকার, ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, যুগান্তরের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চল এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা বাদশাও অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
এজেড/এমএইচ