দ্বিতীয় আর্চারি একাডেমির উদ্বোধন

বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলাগুলোর মধ্যে অন্যতম আর্চারি। শনিবার চুয়াডাঙ্গায় আর্চারির দ্বিতীয় একাডেমীর উদ্বোধন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তীরন্দাজ সংসদ ও চুয়াডাঙ্গা আর্চারি ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২য় আর্চারি একাডেমির উদ্বোধন হয়।
আর্চারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হযরত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক ছেলে-মেয়ে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল একাডেমির শুভ উদ্বোধন করেন। এ সময় আর্চারি ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গাজীপুরে প্রথম একাডেমি স্থাপন করা হয়।
এজেড/ এমএইচ