স্কুল ফুটবলে বাগেরহাটের বহুমুখী কলিজিয়েট চ্যাম্পিয়ন

জাতীয় স্কুল ফুটবলে বাগেরহাটের বহুমুখী কলিজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ০-৪ গোলে হারিয়েছে তারা।
চ্যাম্পিয়ন দলের চার গোলদাতা হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম। ফেনী ছাগলনাইয়া পাইলট স্কুলের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল বাতেন মজুমদার কোমল।
রানার্স আপ হলেও অতৃপ্ত নন তিনি,‘চ্যাম্পিয়ন হওয়ার অনেক আশা ছিল। বেশি ব্যবধানে হারায় একটু বেশি খারাপ লাগছে। আমার এলাকার ছোট ভাইরা তাদের স্কুলের মান রেখেছে এবং কোচ হিসেবে আমাকে একটি ট্রফি দিয়েছে এতে আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
ট্রফিসহ চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা এবং রানার্স আপ দল ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর।
অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই প্রতিযোগিতার ফাইনালের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাসান হাওলাদার। চ্যাম্পিয়ন দলের হাবিবুর রহমান হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলরক্ষক।
জেলা পর্যায় শেষে আট বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে হওয়া চূড়ান্ত পর্বে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হলেও স্কুল চ্যাম্পিয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন ছাগলনাইয়ার নূর।
এজেড/ এমএইচ