ইয়াসিনকে বাদ দিয়ে শুরু সাফ মিশন
আগামীকাল রোববার থেকে শুরু জাতীয় দলের সাফ ক্যাম্প। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনকে ডেকেছেন৷ প্রাথমিক ৩৫ জনের স্কোয়াড থেকে ২৭/২৮ জনকে নিয়ে ক্যাম্প শুরুর কথা ছিল। কিন্তু ক্যাবরেরা এর চেয়ে বেশি খেলোয়াড় নিয়ে সাফ মিশন শুরু করছেন।
গত সাফে ভারতের বিপক্ষে গোল করে পয়েন্ট এনে দেয়া ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে বাদ দিয়েছেন কোচ হ্যাভিয়ের। ৩৫ জনের দলে থাকলেও ৩০ জনের তালিকায় রাখেননি এই ডিফেন্ডারকে। ইয়াসিন বসুন্ধরা কিংসে গত কয়েকটি ম্যাচ একাদশে থাকলেও তাকে বাদ দেয়ার কারণ প্রসঙ্গে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, 'তার প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ৷ হেড কোচ সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লেফট ব্যাক পজিশনে আরো ভালো বিকল্প পেয়েছেন।' গত লিগের চেয়ে চলতি লিগে ইয়াসিনের পারফরম্যান্সের তারতম্য অনেক মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
ইয়াসিন আরাফাতের পাশাপাশি প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন এক সময় জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার শেখ রাসেলের হেমন্ত ভিনসেন্ট। মোহামেডানের সাজ্জাদের অর্ন্তভূূক্তিতে বাদ পড়েছেন সাদা কালোদের মুরাদ। ৩৫ জনের প্রাথমিক তালিকায় শেখ জামালের একমাত্র ফুটবলার ছিলেন আবু শাহেদ। ৩০ জনের তালিকায় শেখ জামালের কেউ নেই। ঢাকা আবাহনীর ফরোয়র্ড মেহেদী হাসান রয়েলকেও রাখেননি কোচ হ্যাভিয়ের।
ক্যাবরেরার ৩৫ জনের তালিকা থেকে বসুন্ধরা কিংসের দুই ফুটবলার সাদ উদ্দিন ও মতিন মিয়া জন ইনজুরির জন্য দল থেকে ছিটকে যান। তাদের পরিবর্তে মোহামেডানের সাজ্জাদ হোসেন ও কিংসের মোরসালিনকে নিয়েছেন কোচ। ৩০ জনের তালিকায় বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল, মোহামেডান ও শেখ জামালের একজন করে খেলোয়াড় বাদ পড়েছেন।
ক্যাম্পে ডাক পাওয়া এই ৩০ ফুটবলারকে আগামীকাল বিকেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ৫ জুন কিংস অ্যারেনায় শুরু হবে অনুশীলন। ১০ জুন পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে। সেই সময় ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন হ্যাভিয়ের। ১৫ জুন কম্বোডিয়ায় একটি ফিফা প্রীতি ম্যাচ খেলে ১৬ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে পৌছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।
৩০ জনের প্রাথমিক দল-
গোলরক্ষক: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, আলমগীর মোল্লা।
মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়,সাজ্জাদ হোসেন, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলি, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।
এজেড/এইচজেএস