বাবরকে দীর্ঘ সময় অধিনায়কত্বের নিশ্চয়তা দিচ্ছে পিসিবি

পাকিস্তানের অধিনায়কত্বের দায়িত্বটা বরাবরই নিরাপদ জায়গা না। হুটহাট অধিনায়ক বদলে ফেলাটাই স্বাভাবিক ঘটনা তাদের। সম্প্রতি পাকিস্তানের তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। তাকে দীর্ঘ দিন অধিনায়কত্বের নিশ্চয়তাই দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগে থেকেই রঙিন পোশাকে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। কিছুদিন আগে আজহার আলিকে সরিয়ে টেস্টেও দেশটির অধিনায়ক করা হয় স্টাইলিশ এই ব্যাটসম্যানকে। তাকে দীর্ঘ সময় এই দায়িত্বে রাখার নিশ্চয়তা দিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।
একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেন,'যথেষ্ট লম্বা সময় সে পাবে। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি যতদিন দায়িত্বে আছি ও এহসান মানি (বোর্ড সভাপতি) আছেন, ততদিন বাবর অধিনায়ক থাকবে।'
বাবরকে দায়িত্ব দেয়ার প্রসঙ্গে ওয়সিম বলেন, 'আমরা তাকে দায়িত্ব দিয়েছি কারণ সে আমাদের সেরা ব্যাটসম্যান, বয়সে তরুণ এবং মানসিকভাবে খুব শক্ত। সে নিজেও তিন সংস্করণের দায়িত্বে আগ্রহী ছিল এবং আমাদেরকে নিশ্চিত করেছে যে চাপটা সে সামলাতে পারবে, তার ব্যাটিংয়ে প্রভাব পড়বে না।'
তিনি আরও বলেন, 'তাকে আমাদের সেরা পছন্দ মনে হয়েছে কারণ সে আমাদের ভবিষ্যৎ এবং দিন দিন উন্নতি করছে। আমাদের মনে হয়েছে আজহার আলি তার সেরাটা দিয়ে ফেলেছে। এখন সময় বাবরকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার এবং টেস্টেও তাকে দায়িত্ব দেওয়ার।'
এমএইচ