তামিমের সঙ্গে দেশে ফিরছেন পেসার হাসান মাহমুদ

সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে একদিনের ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজের আগে এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল জানান, ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরছেন তিনি। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরে আসছেন তিনি। তার সঙ্গী হচ্ছেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। ওয়ানডে সিরিজ শেষ করে আজই বাংলাদেশগামী বিমান ধরবেন তামিম। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না হাসান মাহমুদের। প্রথম ওয়ানডের পর পিঠে চোট লাগে তার। সে চোট ভালো না হওয়ায় তামিমের সঙ্গে দেশে ফিরে আসছেন তিনি। রোববার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
নিউজিল্যান্ড সফরের জন্য গত ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর ৫ দিনের অনুশীলন ক্যাম্প করে সফরকারীরা। এরপর গত ২০ মার্চ প্রথম ওয়ানডে খেলতে নামে। এ সিরিজ শুরুর আগে তামিম জানান, ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না তিনি। ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরবেন।
তবে ছুটি না নিলেও দেশে ফিরতে হচ্ছে হাসান মাহমুদকে। প্রথম ওয়ানডে খেলতে নেমে পিঠে ব্যথা পান এ পেসার। এর পরের দুই ম্যাচে আর ফিরতে পারেননি। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া যাবে না। এজন্য তামিমের সঙ্গে তিনিও দেশে ফিরে আসছেন।
টিআইএস/এনইউ