আফগানিস্তান টেস্টে ধারাভাষ্যকার যারা

আগামী (১৪ জুন বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্ট। আর সেই টেস্ট ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দুই দলই। আসন্ন এই টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে কারা থাকছেন সেই বিষয়টি আজ রোববার জানিয়েছে বিসিবি।
মাইক্রোফোন হাতে এই টেস্টে থাকছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটার ও ধারাভাষ্যকার হিল্টন ডিওন অ্যাকারম্যান। থাকবেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার পারভেজ মারুফও। আফগানিস্তান থেকে প্রতিনিধিত্ব করতে আসছেন আহমেদ ফরহাদ ফিদাই। এছাড়া বাংলাদেশ থেকে আতহার আলি খানসহ থাকবেন আরো তিন জন।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ১০টা থেকে।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের ধারাভাষ্যকার-
আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরী, হিল্টন ডিওন অ্যাকারম্যান, মোহাম্মদ পারভেজ মারুফ, আহমেদ ফরহাদ ফিদাই, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ।
এসএইচ/এইচজেএস