এপ্রিলে বাংলাদেশে আসবে পাকিস্তান

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরে একটি চার দিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের জন্য শনিবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১২ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তানের যুবারা। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে তাদের। ১৯ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দেশের যুবাদের এই সিরিজ।
ওই মাসের ২৬, ২৮ ও ৩০ এপ্রিল সিলেটেই হবে প্রথম তিন ওয়ানডে। মে মাসের ৩ ও ৫ তারিখ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে হবে শেষ দুই ওয়ানডে। ৬ মে আবার পাকিস্তানের উদ্দেশে রওনা করবে সফরকারীরা।
বাংলাদেশ সফরের জন্য ২০ সদস্যের পাকিস্তান অনুর্ধ্ব-১৯ স্কোয়াড
আব্বাস আলি, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজোয়ান মাহমুদ, হাসিবুল্লাহ, রাজা উল মুস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, অসীম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হুসেইন, জিসান জামির।
পাকিস্তান যুবাদের বাংলাদেশ সফরের সময়সূচি
১৯ এপ্রিল- চার দিনের ম্যাচ (সিলেট)
২৬ এপ্রিল– প্রথম ওয়ানডে (সিলেট)
২৮ এপ্রিল– দ্বিতীয় ওয়ানডে (সিলেট)
৩০ এপ্রিল– তৃতীয় ওয়ানডে (সিলেট)
৩ মে– চতুর্থ ওয়ানডে (মিরপুর)
৫ মে– পঞ্চম ওয়ানডে (মিরপুর)
এমএইচ/এমএমজে