আইপিএল ইস্যুতে সাকিবের পাশে সুজন

জাতীয় দলের খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনা কম হয়নি। এই ইস্যুতে এখনো টালমাটাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। তবে বিতর্কের মধ্যেই আইপিএল খেলতে ভারতে গেছেন সাকিব। সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তের মধ্যে ভুল কিছু দেখছেন না সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘আমি মনে করি এখানে খারাপ হওয়ার তো কিছু নাই। কারণ আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানে ওয়ান অব দ্য বেস্ট টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররাই ওখানে খেলে। তো ওদের এক্সপেরিয়েন্সটা তো অবশ্যই সাকিবের জন্য কাজে লাগবে।’
সুজন আরও জানান, ‘মুস্তাফিজও মনে হয় যাবে ওখানে। আমাদের দুইটা খেলোয়াড় ওখানে আইপিএল খেলতে গেলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ভারতের কন্ডিশনও আমাদের সঙ্গে অনেকটা পরিচিত। সুতরাং অবশ্যই, আমি বলব খারাপ তো অবশ্যই হবে না।’
সাকিব যখন আইপিএল খেলবেন, তখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। যদিও বোর্ড থেকে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন সাকিব, তবুও তার এমন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন অনেকেই। সাকিব জানিয়েছেন, চলতি বছর ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, তার প্রস্তুতি হিসেবেই আইপিএল খেলতে যাওয়া। এতে দলের লাভ দেখছেন সাকিব।
সাকিবের সঙ্গে একমত পোষণ করে সুজন জানান, ‘গতবার বিশ্বকাপে ইংল্যান্ডে ওর পারফরম্যান্সের কারণে আমরা স্বপ্ন দেখতে পেরেছিলাম যে সেমিফাইনাল খেলব। তা হয়নি। বলা যায় না, এবার হতেও পারে সেটা।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর আগামী মে মাসে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সে সময়ও আইপিএল চলবে। তখন কি পাওয়া যাবে সাকিবকে? সুজন জানান, ‘এটা তো আমার জানার বিষয় না যে সাকিব কবে ফিরবে বা কয়দিনের জন্য যাবে। যেহেতু আমি অপারেশন্স কমিটির চেয়ারম্যান না। ওকে ছুটি দেওয়া বোর্ডেরই সিদ্ধান্ত। বোর্ড যখন এই সিদ্ধন্ত দিয়েছে, তখন তো ভুল বলা যাবে না। ক্রিকেট বোর্ড চিন্তা করেই দিয়েছে যে সাকিব আইপিএল খেলতে গেলে...।’
টিআইএস/এমএইচ/এমএমজে