বাংলাদেশ-নেপাল ম্যাচ : গোল করতে পারেনি কেউ

ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে সঙ্গে ‘নেপাল, নেপাল’ প্রতিধ্বনি। হাজার ছয়েক নেপালি সমর্থকের চাপে বাংলাদেশ। দুই মিনিটেই কর্নার আদায় করে স্বাগতিক নেপাল। অভিষিক্ত দুই ডিফেন্ডার ইমন ও মেহেদী প্রথম ম্যাচের শুরুতে খানিকটা নার্ভাস ছিলেন। পরে ধীরে ধীরে নিজেদের মানিয়ে নেন। বাংলাদেশ ম্যাচের গতি ও নিয়ন্ত্রণ ফিরে পেতে মিনিট বিশেক সময় নেয়।
জামাল ভূঁইয়ারা ম্যাচের প্রথম সুযোগ পেয়েছিলেন বিশ মিনিটে। আব্দুল্লাহ ও সুফিল দুই জন বক্সে নিজেদের দেয়া নেয়া করলেও বল জালে পাঠাতে পারেননি। অধিনায়ক জামাল ভুইয়ার দুটো ফ্রি কিক গোল হওয়ার মতো ছিল। ৩৫ মিনিটে বক্সের বাঁ পাশে ফ্রি কিক পায় বাংলাদেশ।
জামালের নেওয়া শট বক্সের মধ্যে জটলায় ঘিরে ডিফেন্ডার মেহ পায়ে পড়ে। মেহেদী গোলের সুযোগ মিস করেন। পাঁচ মিনিট পর বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। জামালের নেওয়া সরাসরি শট পোস্টের সামান্য পাশ দিয়ে যায়।
নেপালকে ফাইনাল খেলতে হলে হার এড়াতেই হবে। এজন্য নেপালের ফুটবলাররা খানিকটা মরিয়া ছিলেন। রেফারি দুই বার হলুদ কার্ড দেখিয়েছেন নেপালের দুই ফুটবলারকে।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। এই স্কোরলাইনে শেষ হলে কিরগিজস্তানের বিদায় হবে। নেপালে ফাইনালে উঠবে।
এজেড/এমএইচ