সাইফ স্পোর্টিংয়ে বিধ্বস্ত ব্রাদার্স

ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় এক ধাপই এগিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দারুণ দলীয় নৈপুন্যের ছাপ রেখে তুলে নিয়েছে ৬-১ ব্যবধানের এক জয়।
আরামবাগ, ব্রাদার্স, উত্তর বারিধারার গ্রুপে স্বাভাবিকভাবেই ফেভারিট ছিলো সাইফ। তবে মাঠের খেলায় সেটা প্রমাণের একটা দায় ছিলো বৈকি! আগের ম্যাচে উত্তর বারিধারাকে উড়িয়ে দেয়া সাইফ শনিবারের এই জয়ে নিজেদের গ্রুপ শ্রেষ্ঠত্বের ব্যাপারটাই প্রমাণ করলো।
সাইফের আধিপত্য ছিলো ম্যাচের শুরু থেকেই। জক ওকোলির পাস থেকে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে গোল করেন ইকেচুকু এনগোকে কেনেথ। মিনিট বিশেক পর ইয়াসিন আরাফাতের ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। বিরতিতে যায় ২-০ গোলেই।
তবে সাইফের খুনে রূপটা তখনো দেখেনি ব্রাদার্স। দেখলো দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। প্রথম গোলদাতা কেনেথ এবার যোগানদাতা রূপে আবির্ভূত হন। তার বাড়ানো ক্রসে আরিফুর রহমানের শট ভেদ করে ব্রাদার্সের জাল। ৬৫ মিনিটে কেনেথ একক নৈপুণ্যে প্রতিপক্ষ রক্ষণ ভাঙেন, ব্রাদার্স গোলরক্ষক তিতুমিরকে ফাঁকি দিতেও খুব একটা সমস্যা হয়নি তার। ৪-০ গোলে এগিয়ে যায় সাইফ।
পরের দুটো গোলেই ছিলো আরিফুরের ছোঁয়া। ৭৮ মিনিটে তার থ্রু বল থেকে গোল করে মিরাজ হোসেন স্কোরশীটে নিজের নাম লেখান। এর মিনিট তিনেক পর দলের ষষ্ঠ গোলটি করেন সাজ্জাদ হোসেন, যোগান সেই আরিফুরেরই।
তবে যোগ করা সময়ে ব্রাদার্স পায় পেনাল্টি, স্পট কিক থেকে দলটিকে সান্ত্বনার গোলটি এনে দেন ফরোয়ার্ড সিও জুনাপিও। তাতে সাইফ স্পোর্টিংয়ের জয় অবশ্য ঠেকিয়ে রাখা যায়নি।
আগের ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া সাইফ এ ম্যাচেও বড় জয় পাওয়ায় ফেডারেশন কাপের শেষ আটের পথে ভালোভাবেই এগিয়ে গেছে। শেষ ম্যাচে আরামবাগকে রুখতে পারলেই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে দলটি।
দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারা জয়ে ফিরেছে। আরামবাগকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। ফলে দুটো দল ঠিক তিন পয়েন্ট নিয়ে নিজেদের শেষ আটের আশা জিইয়ে রেখেছে।
এনইউ