কষ্ট করেই ব্যাটিং করেছি : শান্ত

বাংলাদেশ দল টেস্ট খেলছে প্রায় দুই যুগ হতে চললো। সে হিসেবে বাংলাদেশ দলের কাছে আফগানিস্তান তুলনামূলক কম শক্তিশালী দলই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে দুর্বল মনে করেন না নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে আমি যতটুকু খেলেছি কাউকেই দুর্বল মনে হয়নি, খুবই সত্যি কথা এটা। প্রতিটি দলের সঙ্গেই কষ্ট করে রান করতে হয়েছে। ওরাও তো পরিকল্পনা করেই বোলিং করেছে। আমি যে আউটটা হয়েছি হ্যাঁ, অবশ্যই আমার ভুল ছিল। কিন্তু ও তো পরিকল্পনা করেই বোলিং করেছে। কোনো দলের বিপক্ষে সহজভাবে রান করা যায় বলে মনে হয় না।’
ইনিংসের প্রথম বল থেকেই বেশ সাবলীলভাবে খেলেছেন শান্ত। যা বাইরে থেকে দেখে মনে হয়েছে সহজ, তবে শান্ত মনে করিয়ে দিলেন সহজ ছিল না ব্যাটিং, ‘আমার কাছে কাজে সহজ মনে হয়নি (প্রতিপক্ষের বোলিং)। আমি যে পরিকল্পনায় ব্যাটিং করার চেষ্টা করছিলাম ওটা শুধু প্রতিফলনের চেষ্টা করেছি, ক্লিয়ার মাইন্ড ছিল একদম আমি কী করতে চাই। এজন্য আপনাদের কাছে মনে হয় সহজ মনে হয়েছে। কিন্তু প্রথম থেকেই আমাকে কষ্ট করেই ব্যাটিং করতে হয়েছে।’
আউট হওয়া বলটাই মনোযোগ কম ছিল কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমার মনে হয় শুরু থেকে মনোযোগ ঠিক ছিল। পরে যে আলাদা চিন্তা করেছি সেটাও না। হ্যাঁ, এই ইনিংসটা আরও বড় হতে পারতো, পরের দিন এমন সুযোগ এলে চেষ্টা করবো বড় করার।’
এদিকে দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। তারপর আবার নিজেদের দেশের মাঠে খেলা হলে অবশ্যই এটা স্পেশাল।’
এসএইচ/এইচজেএস