শান্ত ডাবল সেঞ্চুরি করলেও অবাক হতেন না পাপন

ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আফগান বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ১১৮ বল মোকাবেলা করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। এরপরও আক্রামণাত্বক ভঙ্গিতে খেলে যাচ্ছিলেন শান্ত। তবে ব্যক্তিগত ১৪৬ রানেই কাটা পড়েন তিনি। তবে শান্ত ডাবল সেঞ্চুরি করলেও অবাক হতেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। তবে আরেকটু রান হওয়ার কথা ছিল। যেহেতু সেট হয়ে গিয়েছিল আর আত্মবিশ্বাস নিয়ে খেলছিল। মনে হচ্ছিল দুইশ করলে অবাক হবো না, দেড়শ করলে ভালো হতো। এটা আমাদের চাওয়া বা ইচ্ছা, আমরা আরও ভালো দেখতে চাই। আজ অবশ্যই ব্যাটিং ভালো হয়েছে, ভালো দিন ছিল। তবে আরেকটু ভালো হতে পারত। জয়ও সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগত। ঠাণ্ডা মাথায়, টেস্ট মেজাজে খেলছিল। মনে হচ্ছিল ওর সেঞ্চুরি দেখতে পাব।'
পাপন বলছেন আগেই পরিকল্পনা ছিল ৪০০ রান করার, ‘আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে টেস্ট টেস্টের মেজাজে খেলে না। আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বল দেখে মেরেছে। বাজে বলে মেরেছে। আমাদের খেলোয়াড়দের বল বেছে নেওয়া ঠিক ছিল। আমাদের আগেই পরিকল্পনা ছিল আগে ব্যাট করলে অন্তত ৪০০ রান যেন করতে পারি। এখন পর্যন্ত যা দেখছি ভেঙ্গে না পড়লে চারশোর বেশি হবে। মিরাজ খুব সুন্দর খেলছে, দেখে ভালো লেগেছে। মুশফিক এখনও আছে, সবচেয়ে নির্ভরযোগ্য। আশা করি একটা ভালো স্কোর তারা দাঁড় করাতে পারবে।'
অবশ্য পাপন এটাও স্মরণ করিয়ে দিলেন টেস্টের সঙ্গে এতো রান যায় না, 'আমার মনে হয়েছে রান রেট এত বেশি, এটা টেস্টের সাথে যায় না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও দেখে এলাম। দ্রুত উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ নিতে যেভাবে ব্যাট করেছে... এটার পেছনে সবচেয়ে বড় কারণ শান্তর ব্যাটিং। ২৪টার মতো চার আর ২টা ছয়। এসেই আগ্রাসী ব্যাটিং করেছে। সেজন্য এটা হয়েছে। ঠিক আছে, বলছি না ঠিক হয়নি। তবে শটগুলো দেখতে খুব ভালো লেগেছে।'
এসএইচ/এইচজেএস