রিভিউর বিপক্ষে ফের রিভিউ নিলেন অশ্বিন

ক্রীড়াঙ্গনে ম্যাচ রেফারিদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জানানোর বেশকিছু নিয়ম রয়েছে। ক্রিকেট ম্যাচে তেমনই একটি নিয়মের নাম রিভিউ। যার মাধ্যমে মাঠে দায়িত্বরত আম্পায়ারের সিদ্ধান্ত বিশ্লেষণ করেন থার্ড আম্পায়ার। এরপর তার সিদ্ধান্ত ভুল হলে রিভিউ নেওয়া ক্রিকেটার উইকেট পাওয়া কিংবা আউট বাতিল হয়ে ফের ব্যাট করার সুযোগ পেয়ে থাকেন। তবে এই প্রথম রিভিউর বিরুদ্ধে আরেকটি রিভিউ নিতে দেখলো ক্রিকেট বিশ্ব। এমনই বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
সম্প্রতি শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ভারতের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি অশ্বিনের। এ নিয়ে সাবেক ক্রিকেটাররা সমালোচনাও করেছিলেন। ম্যাচটি শেষে ক্রিকেটাররা দেশে ফিরেছেন। এর মাঝে আর ম্যাচ না থাকায় তাদের কেউ কেউ অংশ নিচ্ছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে। সেখানে অশ্বিনের নেতৃত্বে খেলছে দিন্দিগুল ড্রাগনস।
বুধবার (১৪ জুন) দিন্দিগুলের হয়ে ম্যাচে ১৩তম ওভারে বল করছিলেন এই স্পিন অলরাউন্ডার। অশ্বিনের একটি ক্যারম বল ঠিকমতো খেলতে পারেননি প্রতিপক্ষ ব্যাটার রাজকুমার। উইকেটের পেছনে বল গ্লাভসবন্দি করেন কিপার বাবা ইন্দ্রজিত। এ সময় কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু তার বিপক্ষে রাজকুমার রিভিউ নেন। পরে টিভি রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত বদলে দেন তৃতীয় আম্পায়ার এস নিশান্থ।
— Johns. (@CricCrazyJohns) June 14, 2023
তখনই ঘটে বিস্ময়কর সেই ঘটনা। কারণ টিভি রিপ্লের আল্ট্রাএজ-এ বড় স্পাইক দেখা যায়। ব্যাট উইকেটে লাগার কারণে সেটি হয়েছে বলে মনে করেন থার্ড আম্পায়ার। ‘ব্যাট-বলের মধ্যে স্পষ্ট ফাঁক আছে’ জানিয়ে মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে বলে তিনি এই রায় দেন। এরপরই তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা রিভিউ নেন অশ্বিন। এ সময় প্রথমে তাকে মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর রিভিউয়ের সিদ্ধান্তের রিভিউ নেন তিনি। তবে তাতে লাভ হয়নি। আবারও একই কারণ দেখিয়ে নিজের আগের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।
শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় অশ্বিনের দিন্দিগুল ড্রাগনস। ১২১ রান তাড়ায় তারা জিতে যায় ৬ উইকেটে। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুন চক্রবর্তী। তবে যার আউটের ঘটনায় এত নাটকীয়তা, সেই রাজকুমার ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
ম্যাচ শেষে রিভিউয়ের রিভিউ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন অশ্বিন, ‘বড় পর্দায় তাকিয়ে আমার মনে হয়েছিল, এটা আউট। এই টুর্নামেন্টে ডিআরএস নতুন চালু হয়েছে। ব্যাটে বল লাগলেও সাধারণত স্পাইক (আল্ট্রাএজ-এ) ফুটে ওঠে ব্যাটে স্পর্শ করার ঠিক আগে। মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার জন্য তো পরিষ্কার প্রমাণ লাগবে। তারা সেটি বদলে দেওয়ায় আমি কিছুটা অখুশি ছিলাম। এজন্য রিভিউ নিয়েছিলাম। ধারণা করেছিলাম, তারা হয়তো ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারে।’
এএইচএস