কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

ক্রীড়াঙ্গনে আজ (১৪ জুন) বাংলাদেশের ব্যস্ত সময়। মিরপুরে টেস্ট ম্যাচে বাংলাদেশ লড়ছে আফগানিস্তানের সঙ্গে। দিনের খেলা শেষে শান্তরা যখন হোটেলের পথে থাকবেন তখন কম্বোডিয়ার নমপেনে জামাল ভূঁইয়ারা কম্বোডিয়ার মুখোমুখি হবেন।
জুনের চলতি সপ্তাহে চলছে ফিফা উইন্ডো। আজ সন্ধ্যায় লিওনেল মেসির আর্জেন্টিনাও নামছে ম্যাচ খেলতে। আর্জেন্টিনা এই উইন্ডোতে দুটি ম্যাচ খেললেও, বাংলাদেশ একটি ম্যাচই খেলবে। সাফ খেলার লক্ষ্যে আগামীকালই কম্বোডিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশের।
এদিন কম্বোডিয়ার বিপক্ষে মূল একাদশই নামিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তপু বর্মণ ও রাকিব ইনজুরিতে থাকায় তাদের প্রথম একাদশে রাখেননি এই স্প্যানিশ কোচ।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, আলমগীর মোল্লা, সোহেল রানা, মজিবর রহমান জনি, মেহেদী হাসান, সোহেল রানা ও সুমন রেজা।
এজেড/এএইচএস