ফিফার শরণাপন্ন সাফ

কম্বোডিয়ার বিপক্ষে আজ (১৫ জুন) দুটি হলুদ কার্ড দেখেছেন বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী। সে কারণে নির্ভরযোগ্য এই ফুটবলার সাফের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ সংশয় দূর করতে ফিফার শরণাপন্ন হচ্ছে সাফ। আঞ্চলিক এই ফুটবল সংস্থার পক্ষ থেকে ফিফায় চিঠি পাঠানো হচ্ছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফা প্রীতি ম্যাচের কার্ড সাধারণত পরবর্তী প্রীতি ম্যাচেই গণ্য হয়। আবার টায়ার-১ ম্যাচ হলে সেটা গণ্য হয় পরবর্তী ম্যাচে। সাফের ম্যাচগুলো টায়ার-১ এর আওতাভুক্ত। চলমান সপ্তাহে সাফের অনেক দেশ ফিফা ফ্রেন্ডলি খেলছে। এই ফ্রেন্ডলির কার্ডগুলো সাফে প্রযোজ্য হবে কিনা এ নিয়ে স্পষ্ট ধারণা পেতে আমরা ফিফায় চিঠি দিচ্ছি। ফিফার নির্দেশনাই আমরা অনুসরণ করব।’
২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। সেই টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই ফিফার কাছ থেকে সিদ্ধান্ত পেয়ে যাবে সাফ, ‘আমরা আশা করছি খুব শিগগিরই ফিফা এই ব্যাপারে নির্দেশনা দেবে। নির্দেশনা পাওয়া মাত্রই আমরা সাফের অংশগ্রহণকারী দলগুলোকে জানিয়ে দেব।’
সাফে অংশগ্রহণের আগে বাংলাদেশ কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। যা জামাল ভূঁইয়াদের আসন্ন টুর্নামেন্টের আগে বেশ উৎফুল্ল রাখবে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মজিবর রহমান জনি।
এজেড/এএইচএস