সাফেও গোল চান জনি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন মুখ মজিবর রহমান জনি। আন্তর্জাতিক অঙ্গনে তার অভিষেক গোলেই বাংলাদেশ আজ কম্বোডিয়াকে হারিয়েছে। ফর্টিজ এফসির এই ফুটবলার আসন্ন সাফ টুর্নামেন্টেও গোল করতে চান।
কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে জনির গোলেই বাংলাদেশ বাজিমাত। বেঙ্গালুরুতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চান এই তরুণ, ‘সামনে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে। সবাই দোয়া করবেন যেন আমি গোল করতে পারি এবং গোল করাতেও পারি।’
জনির আন্তর্জাতিক অভিষেক গোলেই বাংলাদেশ জয়লাভ করেছে। তাই একটু বেশি খুশি এই ফুটবলার, ‘এটা সত্যি খুব ভালো লাগছে। আমার জীবনের প্রথম গোলেই দেশকে জেতাতে পেরেছি।’ জনি উঠে এসেছেন বাফুফের এলিট একাডেমি থেকে। যেটি বাংলাদেশ জাতীয় দলে ফুটবলার যোগান দিতে গুরুত্বপূর্ণ পাইপলাইন হয়ে উঠছে।
জীবনের প্রথম গোলের পর জনি অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘আমার পরিবার এবং বন্ধু-বান্ধব সবাই আমার গোলের অপেক্ষায় ছিলেন। আমার গোলে তাদেরকে খুশি করতে পেরে আমি খুশি।’
বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ম্যাচ জয়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন, ‘আমরা ম্যাচটি জেতায় খুশি। গত সেপ্টেম্বরের তুলনায় এই কম্বোডিয়া একটু ভিন্ন ছিল। তারা কিছু ক্ষেত্রে দারুণ লড়েছে, তবে আমরা দারুণ গোল করেছি। একটা লম্বা ক্রস সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছি।’
এজেড/এএইচএস