চান্দিমাল-ধনাঞ্জয়ায় বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৪০/৬ (চান্দিমাল ৮৫, ধনাঞ্জয়া ৭৯ আহত অবসর, ডিকভেলা ৪৯; মুল্ডার ৬৮-৩)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের শুরুতে বিপদেই পড়ে গিয়েছিলো শ্রীলঙ্কা। তবে দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়ার ব্যাটে চড়ে সে ধাক্কা তো সামলেছেই, বড় সংগ্রহের দিকেও এগোচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে ৩৪০ রান সংগ্রহ করেছে দলটি।
টস জিতে ব্যাটিংয়ে আসা শ্রীলঙ্কার শুরুটা ছিলো বেশ। অধিনায়ক দিমুথ করুনারত্নে দারুণ কিছু শটে আত্মবিশ্বাসী শুরুই করেছিলেন। তবে লুঙ্গি এনগিডির তোপে সে আত্মবিশ্বাসী শুরুটা টেকেনি খুব বেশিক্ষণ। ২০ বলে ৪টি চারে ২২ রান করে ফেরেন তিনি। তিনে নামা কুশল মেন্ডিস শিকার বনেন আনরিক নরকিয়ার। এর কিছু পরই কুসল পেরেরা আউট হলে শ্রীলঙ্কা ৫৪ রানে হারায় তিন উইকেট।
এরপর চান্দিমাল ও ধনাঞ্জয় ইনিংস মেরামতের কাজে লেগে যান। ধনাঞ্জয়া কিছুটা মারমুখী ছিলেন ইনিংসের শুরুর দিকে, অন্যদিকে চান্দিমাল ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে।
প্রাথমিক ধাক্কাটা সামাল দেয়ার পর ধনাঞ্জয় ও চান্দিমালের জুটি যখন শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে, তখনই চোট আঘাত করে শ্রীলঙ্কা দলে। ৭১ বলে অর্ধশতক তুলে নিয়ে ৭৯ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন তিনি।
চান্দিমালের লড়াই অবশ্য চালু ছিলো এরপরও! ১১৬ বলে অর্ধশতক ছোঁয়া চান্দিমাল নিরোশান ডিকওয়েলাকে সঙ্গে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন। মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে যখন ফিরছেন চান্দিমাল (৮৫), ততক্ষণে দলীয় রান তিনশ ছুঁয়ে গেছে প্রায়। এর কিছু পর আবারও মুল্ডারের আক্রমণ, এবার তার শিকার ৪৯ রান করা ডিকওয়েলা।
শ্রীলঙ্কা দলে অভিষিক্ত ভানিদু হাসারাঙ্গাকে ফিরিয়ে জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ক্রিকেটার লুথো সিপামলা। এরপর অবশ্য শানাকা ও রাজিথার দৃঢ়তায় নির্বিঘ্নে দিন পার করেছে সফরকারীরা।
এনইউ