মালদ্বীপ জিতলেও চোখ রাঙিয়েছে ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মালদ্বীপ। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে লেবানন ২-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচে একই স্কোরলাইনে মালদ্বীপ জিতেছে ভুটানের বিপক্ষে। এই ম্যাচের দুই অর্ধেই একটি করে গোল হয়।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল দেশ ধরা হয় ভুটানকে। সেই ধারণা ভুটান আজ অনেকটাই বদলে দিয়েছে। মালদ্বীপের সঙ্গে পুরো ম্যাচে তারা লড়েছে সমান পাল্লা দিয়ে। বল পজেশন ও আক্রমণ কোনো কিছুতেই পিছিয়ে ছিল না পাহাড়ি দেশটি। শুধুমাত্র গোল পায়নি। এক্ষেত্রে ভাগ্যও সহায় হয়নি তাদের। ৮০ মিনিটের পর তাদের একটি আক্রমণ সাইডপোস্টে লেগে ফেরত আসে। সেটি গোল হলে ম্যাচে ভুটানের এক পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল।

ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে মালদ্বীপকে এগিয়ে দেন হামজা। মালদ্বীপ লিড নিলেও ভুটান কখনও ম্যাচ থেকে ছিটকে যায়নি। আক্রমণ করে গেছে প্রতিনিয়ত। মালদ্বীপ দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় বদল করে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তাদের কয়েকজন কৌশলী খেলোয়াড় ভুটানের রক্ষণ ভেঙেছে কয়েকবার। ৯০ মিনিটে হাসান নাইজ নিজের মুন্সিয়ানা দেখিয়ে গোল করলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় দ্বীপ রাষ্ট্রটির। ইনজুরি সময়ে মালদ্বীপের হাসান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়তে হয়। তবে ম্যাচের শেষ কয়েক মিনিট দশজন নিয়ে খেললেও কোনো গোল হজম করতে হয়নি মালদ্বীপকে।
বি গ্রুপে এক ম্যাচ শেষে লেবানন ও মালদ্বীপ তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। দুই দলই সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেছে। বাংলাদেশ পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট না পেলে আবারও বিদায়ের ঘন্টা বাজবে জামাল ভূঁইয়াদের। অন্যদিকে ভুটানের এই পারফরম্যান্স অব্যাহত থাকলে শেষ ম্যাচটিও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে।
এজেড/এএইচএস