‘ইস্তাম্বুলের ফাইনাল দর্শকদের জন্য আদর্শ ছিল না’

তুরস্কের ইস্তাম্বুলে কদিন আগে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। যেখানে মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে সিটি। সেই সঙ্গে একই মৌসুমে ট্রেবল জয়েরও কীর্তি গড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির রূপকথা ছাপিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস আসরের ফাইনালের পর থেকেই এসেছিল নানা অভিযোগ। সেই অভিযোগের বিষয়টি পুরোপুরি মেনে নিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দর্শকের জন্য আদর্শ ছিল না বলে স্বীকার করেছেন তিনি।
দর্শকদের অভিযোগ, ইস্তাম্বুলের ফাইনালে যেতে রীতিমতো কাঠখড় পোহাতে হয়েছে তাদের। শহরের ট্রাফিক জ্যামের কারণে অনেকটা পথ হেঁটে স্টেডিয়ামে যেতে হয়েছে সমর্থকদের। গাড়ি পেতেও দাঁড়াতে হয়েছে লম্বা লাইনে। এমনকি স্টেডিয়ামে খেলা চলাকালে পানির সরবরাহ ছিল না -এমন অভিযোগও করেছেন অনেক সমর্থক।
অবশ্য, ফাইনালের পরপরই এসব অভিযোগ প্রসঙ্গে ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ কোনোপ্রকার মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইংল্যান্ডের ম্যানচেস্টারে চার দিনের ‘ইউরোপিয়ান ফুটবল ফ্যানস’ কংগ্রেসের প্রথম দিনে দর্শকদের কাছ থেকে আসা এসব অভিযোগ স্বীকার করে নেন সেফেরিন।
আলেকজান্ডার সেফেরিন জানান, ‘আমরা বেশ ভালোভাবেই অবগত আছি যে, ইস্তাম্বুলে সবকিছু নিখুঁত ছিল না। কিছু সমর্থক যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন, আমি তা কোনোভাবেই খাটো করে দেখছি না।’
এসব সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন উয়েফা সভাপতি। ভবিষ্যতে এমন সমাধানের জন্য নিজস্ব পরিকল্পনার কথাও জানান তিনি। সেফেরিন বলেন, ‘আমি স্টেডিয়ামে আসা এবং যাওয়ার পথে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থার কথা ভাবছি। আগত দর্শকদের জন্য স্টেডিয়ামে আপ্যায়ন আর সেইসঙ্গে সবার জন্য পানি এবং টয়লেটের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।’
সেফেরিন জানান, উয়েফার বাদবাকি গুরুত্বপূর্ণ সব পুরুষ এবং নারী ফাইনাল কোনো প্রকার গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়াই শেষ করা হয়েছে। উয়েফা সভাপতির বিশ্বাস, আসন্ন ২০২৪ সালে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপ দুটোই দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতা দেবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ঘিরে বিতর্ক অবশ্য এবারই প্রথম না। এর আগে ২০২২ সালের প্যারিসের ফাইনালেও একাধিক অভিযোগ এসেছিল। সেবার আয়োজকদের ব্যর্থতায় ফাইনাল শুরুতেও দেরি করতে বাধ্য হয়েছিল উয়েফা।
এফআই