ট্রফিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশ কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে আছেন চার বছরের বেশি সময়। সাফ চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু গোল্ডকাপ কোনো টুর্নামেন্টেই বাংলাদেশকে ফাইনালে তুলতে পারেননি জেমি ডে। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। কোচ হিসেবে ট্রফি জয়ের হাতছানি এই ব্রিটিশের।
ফাইনালের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ট্রফি না জিতলে অসন্তুষ্ট না হওয়ার কথা বলেছেন তিনি, ‘আমরা ট্রফি জিতলে দারুণ হবে। কোনো কারণে ট্রফি না জিততে পারলে সমস্যা নাই। এই টুর্নামেন্ট মূলত আমাদের দলকে দেখার জন্য। সেটা ইতোমধ্যে হয়েছে।’
এই টুর্নামেন্টের ট্রফিকে গুরুত্বহীন ভাবার পেছনে কোচের যুক্তি, ‘এটা একটি আমন্ত্রণমূলক প্রীতি টুর্নামেন্ট। আমরা নভেম্বরে একটা ট্রফি জিতেছি। কয় জন মনে রেখেছে। এই ট্রফি জিতলেও খুব বেশি মনে রাখবে কি? এর চেয়ে যদি কাতারে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট বা সেপ্টেম্বরে সাফে কিছু করতে পারি। সেটাই হবে বড় প্রাপ্তি।’
কোচ জেমি ডে ট্রফিকে গুরুত্ব না দিলেও অধিনায়ক জামাল ভূঁইয়া দেশবাসীকে ট্রফি উপহার দিতে চান, ‘দেশের সবাই ট্রফির জন্য অপেক্ষা করছে। এই ট্রফি উপহার দিতে পারলে দারুণ হবে।’
দুই ম্যাচে দুই একাদশ খেলিয়েছেন। বদলি হিসেবে ব্যবহার করেছেন আরও দশ জনকে। ফাইনালেও পাঁচ জন বদলি ব্যবহার করার পরিকল্পনা জেমির, ‘ফাইনালেও আমি পাঁচ জনকে পরিবর্তন করে দেখতে পারি। আমার খেলোয়াড়দের সুযোগ দিতে চাই।’ ফাইনালের একাদশ সম্পর্কে জেমি জানালেন, ‘দুই ম্যাচ থেকে বাছাই করাদের নিয়ে আমি একাদশ গড়ব।’
দুই ম্যাচে বাংলাদেশ কোনো গোল পায়নি। ফাইনালে জিততে হলে তো গোল করতে হবে। এমন প্রশ্নে জেমির উত্তর, ‘তাহলে ম্যাচ টাইব্রেকারে যাবে (হাসি)।’ যদিও বাংলাদেশ দল ফাইনালের জন্য টাইব্রেকার অনুশীলন করেনি।
এজেড/এমএইচ