হারিসকে অধিনায়ক করে পাকিস্তানের দল ঘোষণা

বর্তমানে ছুটিতে আছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে তাদের সঙ্গে দুই টেস্টের সিরিজ শুরু হবে। তার আগেই দেশটিতে আসর বসবে ইমার্জিং এশিয়া কাপের। সেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জাতীয় দলে খেলা ক্রিকেটার মোহাম্মদ হারিসকে অধিনায়ক করা হয়েছে।
কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাইফ হাসানকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্ত দল দিয়েছিল। যেখানে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকারকেও রাখা হয়েছে।
— Pakistan Cricket (@TheRealPCB) June 23, 2023
ইমার্জিং এশিয়া কাপের জন্য পাকিস্তানের ১৫ জনের ওই দলে আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটাররা। আসন্ন আসরটিতে মুখোমুখি দেখা হয়ে যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের। পাকিস্তানের গ্রুপের বাকি দুই দল নেপাল ও শ্রীলঙ্কা।
আরও পড়ুন >> পবিত্র কাবার মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান (ভিডিও)
ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান দল : মোহাম্মদ হারিস (অধিনায়ক), ওমার বিন ইউসুফ (সহ অধিনায়ক), আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাশশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, শিহাবজাদা ফারহান, সাঈম আয়ূব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম, তাইয়াব তাহির।
এসএইচ/এএইচএস