ব্লাস্টে ঝড় তুলে এলিট ক্লাবে বাটলার

সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে নিশ্চিতভাবেই থাকবে জস বাটলারের নাম। সংখ্যায় সংখ্যায়ও নিজেকে সেরাদের তালিকায় নিয়ে গেলেন এই ইংলিশ। বিশ্বের নবম ব্যাটার হিসেবে ১০ হাজার টি-টোয়েন্টি রানের কীর্তি গড়লেন।
তার আগে এই কীর্তি গড়তে পেরেছেন কেবল একজন ইংলিশ ব্যাটার। অ্যালেক্স হেলস ইতোমধ্যে ১১ হাজারের বেশি রান করেছেন।
গতকাল (২৩ জুন) চলমান টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ৩৯ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথেই মাইলফলক ছুঁয়েছেন বাটলার। এই কিপার ব্যাটার ক্রিজে আসেন নামের পাশে ৯ হাজার ৯৯৭ রান নিয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন তার রান ১০ হাজার ৮০।
৮৩ রানের ইনিংসটি সাজান ৮ চার ৬ ছক্কায়। দল পেয়েছে ২৭ রানের জয়।
তার আগে ১০ হাজারি ক্লাবে নাম লেখানো ব্যাটাররা হলেন ক্রিস গেইল (১৪ হাজার ৫৬২), শোয়েব মালিক (১২ হাজার ৫২৮), কাইরন পোলার্ড (১২ হাজার ১৭৫), বিরাট কোহলি (১১ হাজার ৯৬৫), ডেভিড ওয়ার্নার (১১ হাজার ৬৯৫), অ্যারন ফিঞ্চ (১১ হাজার ৩৯২),অ্যালেক্স হেলস (১১ হাজার ২১৪), রোহিত শর্মা (১১ হাজার ৩৫)।
২০০৯ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর এখনো পর্যন্ত বাটলার খেলেছেন ৩৭২ ম্যাচে ৩৫০ ইনিংস। যেখানে ১০ হাজার ৮০ রান করার পথে ১৪৪.৭০ স্ট্রাইক রেটে ৩৪.১৬ গড়ে রান করেছেন। আছে ৬ সেঞ্চুরির সাথে ৭২ ফিফটি।
এইচজেএস