খেলছে বাংলাদেশ, গোল দিল মালদ্বীপ

লেবাননের বিপক্ষে শেষ মুহূর্তের ভুলে হারের পর মালদ্বীপের সঙ্গে আজ কার্যত বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ব্যাঙ্গালোরের শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে খেলতে নেমে ইতিবাচক শুরুই পেয়েছিল জামাল ভূঁইয়ারা। প্রথম ১৫ মিনিট বল পজেশনে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনটি কর্ণার পেলেও গোল আদায় করতে পারেনি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা।
অন্যদিকে, ম্যাচের ১৭ তম মিনিটে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড।
লেবাননের কাছে ০-২ গোলে হেরে সাফ মিশন শুরুর পর আজ যদি মালদ্বীপের কাছে হেরে যায় এবং পরের ম্যাচে লেবানন ভুটানকে হারায়, তাহলে আজই বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। ড্র করলেও খুব একটা সুযোগ থাকবে না বাংলাদেশের। কাগজে–কলমে আশা বেঁচে থাকবে, এই যা।
এদিকে, ডু অর ডাই ম্যাচে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছেন। বাংলাদেশ সাফে সুমন রেজাকে মূল ফরোয়ার্ড ধরে গিয়েছিল। সাফের দ্বিতীয় ম্যাচে তাকে বাইরে রেখে একাদশ দিয়েছেন কোচ হ্যাভিয়ের। গত ম্যাচে বদলি হিসেবে খেলা রাকিব হোসেনকে আজ প্রথম একাদশে সুযোগ দিয়েছেন।
গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেছিলেন মোঃ হৃদয়। সেই হৃদয়কে আজ শুরুতেই রেখেছেন স্প্যানিশ কোচ। হৃদয়ের জন্য একাদশের জায়গা ছেড়ে দিতে হয়েছে কম্বোডিয়ায় একমাত্র গোল করে দলকে জেতানো মজিবুর রহমান জনিকে।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা ও রাকিব হোসেন।
এজেড/এফআই