এমসিসি কমিটিতে মরগান, সরে গেলেন কুক

আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) বিশ্ব ক্রিকেট কমিটিতে যুক্ত হলেন ওয়েন মরগান, ঝুলন গোস্বামি ও হিদার নাইট।
লর্ডসে সোমবার কমিটির সভা শুরুর আগে এই তিন জনের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে এমসিসি। সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার ও অফিসিয়ালদের নিয়ে গঠিত স্বতন্ত্র এই ক্রিকেট কমিটি।
২০১৯ সালে ছেলেদের ক্রিকেটে ইংল্যান্ডের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতার অভিযানে নেতৃত্ব দেন মরগান। লর্ডসে পরম আকাঙ্ক্ষিত ট্রফিটি উঁচিয়ে ধরেন তিনি। এই সংস্করণে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৭০১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এছাড়া টেস্টে ৭০০ ও টি-টোয়েন্টিতে ২ হাজার ৪৫৮ রান করেছেন মরগান।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি নারী পেসার ঝুলন গোস্বামি। লর্ডসে শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামার সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৭২টি ম্যাচ খেলেন ঝুলন। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতির বোলারদের একজন হিসেবে খ্যাতি পাওয়া এই পেসার নেন সাড়ে তিনশর বেশি উইকেট। গত এপ্রিলে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পান ৪০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
২০১৬ সালে ইংল্যান্ডের মেয়েদের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন নাইট। অধিনায়কত্ব পাওয়ার এক বছর পরই মর্গ্যানের মতো লর্ডসে ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে সাড়ে ৫ হাজারের বেশি রান করেছেন ও ৮৪টি উইকেট পেয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার।
ঝুলন, মরগান, নাইটের আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে সভার আগে এমসিসির ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয় আরও তিন জনকে- ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার, গ্রায়েম স্মিথ। পেশাদার ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজের খেলায় মনোযোগ দেওয়ার জন্য এই কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক।
লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সোমবার দুই দিনের সভায় বসছে মাইক গ্যাটিংয়ের নেতৃত্বাধীন এই ক্রিকেট কমিটি। লর্ডস টেস্ট শেষ হওয়ার পর এই সভায় নেওয়া সিদ্ধান্তগুলো জানাবে তারা।
এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি: মাইক গ্যাটিং (চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামি, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, ওয়েন মরগান, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, রিকি স্কেরিট।
এইচজেএস