আজও অনুশীলনে নেই তারিক

আগামীকাল বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। শেষ ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হওয়ায় বাংলাদেশ আজ অনুশীলন করছে পড়ন্ত বিকেলে। গতকালের মতো আজকের অনুশীলনেও নেই তারিক কাজী।
আগামীকাল ম্যাচের উপরই বাংলাদেশের সেমিফাইনাল খেলা নির্ভর করছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনের অনুশীলনও বেশ গুরুত্বপূর্ণ। তারিক কাজী অনুশীলনে আসার ইচ্ছে পোষণ করলেও টিম ম্যানেজম্যান্ট তাকে ব্যাঙ্গালোরের হোটেলে রেখেই অনুশীলনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ম্যাচের আগে দুই অনুশীলনে না থাকায় তারিক আগামীকাল ম্যাচে থাকছেন না এটা নিশ্চিতই। অনুশীলনের পর স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার বাংলাদেশ দলে নির্ভরযোগ্য এক ডিফেন্ডার। তিনি তপু বর্মণের সেন্ট্রাল ডিফেন্সের সঙ্গী। তারিকের জায়গায় বিশ্বনাথ অথবা রহমতকে দিয়ে পূরণ করার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।