এবার ক্লাবের মালিক হচ্ছেন কান্তে

প্রো লিগকে নক্ষত্রপুঞ্জ বানাতে আকাশছোঁয়া পারিশ্রমিকে একের পর এক ইউরোপীয় ফুটবলারদের আনছে সৌদি আরবের ক্লাবগুলো। সেই রেশ ধরে এনগোলো কান্তে সম্প্রতি চেলসি ছেড়ে নাম লিখিয়েছেন আল ইত্তিহাদে। জেদ্দার ক্লাবটিতে করিম বেনজেমাকে সতীর্থ হিসেবে পাচ্ছেন কান্তে।
আগামীকাল জুলাইয়ের প্রথম দিনেই আল ইত্তিহাদে যোগ দেবেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই মিডফিল্ডার। তবে ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও ইউরোপের সঙ্গে যোগসূত্র থাকছে ৩২ বছর বয়সী তারকার। জেদ্দা থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরের শহর ভির্তোন থেকে কাল আসবে আরেকটি সুখবর।
সম্প্রতি বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব রয়্যাল এক্সেলসিয়র ভির্তোন কিনে নিয়েছেন কান্তে। আগামীকাল থেকেই ক্লাবের মালিকানা আনুষ্ঠানিকভাবে তার হাতে চলে আসবে। ক্লাবের চেয়ারম্যানও হবেন কান্তে।