প্রথমার্ধে কুয়েতকে রুখে দিল বাংলাদেশ

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে লড়ছে বাংলাদেশ ও কুয়েত। ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোরলাইন গোলশূন্য সমতায় রয়েছে।
তবে ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল বাংলাদেশই। গত দুই ম্যাচে গোল করা তরুণ ফুটবলার শেখ মোরসালিন এদিন একেবারে সহজ সুযোগ মিস করেছেন। মোরসালিন বক্সের মধ্যে গোলরক্ষককে একা পান। তাকে বাধা দেওয়ার মতো সেখানে কোনো ডিফেন্ডারই ছিলেন না। এমন সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি তরুণ ফরোয়ার্ড।
মোরসালিনের গোল মিসের পর কুয়েত বাংলাদেশের ওপর চড়াও হয়। ডিফেন্ডার ইসা ফয়সাল গোললাইন থেকে একটি বল সেভ করেন। নইলে তখনই পিছিয়ে পড়তে পারতো হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচের বাকি সময় বাংলাদেশ পরিকল্পিত ফুটবলই খেলেছে। জামাল ভূঁইয়া কয়েকবার রাকিব ও মোরসালিনের উদ্দেশ্যে বল ঠেলেছিলেন। কুয়েত অবশ্য সেই বিপদগুলো ঠান্ডাভাবেই মোকাবিলা করেছে।
বাংলাদেশকে প্রথমার্ধে ম্যাচে রেখেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোও। বেশ কয়েকটি আক্রমণ তিনি দুর্দান্তভাবে প্রতিহত করেন। কুয়েতের বেশ কয়েকটি শট গোল হওয়ার মতো থাকলেও জিকোর কাছে সেসব ব্যর্থ হয় জিকোর হাতে গিয়ে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ কোনো বদলি না করলেও কুয়েত একজন খেলোয়াড় বদল করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের দুই কোচ কি কৌশলে শিষ্যদের খেলান সেটাই এখন দেখার বিষয়।
এজেড/এএইচএস