মার্টিনেজের ইংরেজিতে মুগ্ধ পলক

লাতিন আমেরিকান ফুটবলারদের অনেকেই ইংরেজিতে সাবলীল নন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি স্প্যানিশ ভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য। আন্তর্জাতিক মিডিয়ায় তার অধিকাংশ সাক্ষাৎকার স্প্যানিশেই। তবে বাংলাদেশে সফররত মার্টিনেজের ইংরেজিতে মুগ্ধ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মার্টিনেজের ইংরেজীর সাবলিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সে যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করে। তখন ক্যামব্রিজে একটি ইংরেজি কোর্স করেছিল।’ মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ শেষে পলক বলেন, ‘মার্টিনেজ বেশ সুন্দর ইংরেজীতে কথা বলেছেন। আমাদের সঙ্গে আলোচনা ছলেই সাক্ষাৎকার হয়েছে।’
মার্টিনেজের সাক্ষাৎকারও নিয়েছেন প্রতিমন্ত্রী, ‘ফান্ডেড নেক্সটের কো ফাউন্ডার জায়েদ ও গালিব এবং আমি তিন জন মিলেই মূলত মার্টিনেজের সাক্ষাৎকার নিয়েছি।’
কয়েক মিনিটের সাক্ষাৎকারে মার্টিনেজের ব্যক্তিগত জীবন-বাংলাদেশ, আর্জেন্টিনাসহ সামগ্রিক বিষয় উঠে এসেছে। সাক্ষাৎকার সম্পর্কে পলক বলেন, ‘১২ বছর বয়সে ফুটবলার হওয়ার জন্য বাড়ি ছেড়েছে। সেটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল সেই সংগ্রামী জীবনের গল্প আমাদের শুনিয়েছেন।’
বাংলাদেশের প্রতি ভালোবাসা ব্যক্তও করেছেন মার্টিনেজ, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা এবং তাকে ভালোবাসে এটি তিনি জানেন। এবার সংক্ষিপ্ত সময়ের জন্য আসলেও সামনে আবার আসতে চান ও পুরো আর্জেন্টিনা দল নিয়েও তার আসার ইচ্ছে রয়েছে।’
এক ঘন্টারও কম সময় কাটালেও মার্টিনেজের আচরণে মুগ্ধ প্রতিমন্ত্রী, ‘মার্টিনেজ শুধু ভালো গোলরক্ষক বা ফুটবলারই নন তিনি একজন ভালো মনের মানুষও। তিনি এখন ছুটিতে ছিলেন। চাইলে বিশ্রাম নিতে পারতেন। অনেক সময় ব্যয় এবং কষ্ট করে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের প্রতি ভালোবাসায়।’
এজেড/এফআই