সাবিনাদের সূচিতে পরিবর্তন

আন্তর্জাতিক ম্যাচ খেলে গতকালই (৩ জুলাই) দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। জামালদের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষে শুরু হচ্ছে সাবিনা খাতুনদের খেলা। জুলাইয়ের ফিফা নারী উইন্ডোতে তারা দুটি ম্যাচ খেলবেন।
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আগামী ১২ ও ১৫ জুলাই ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ নিয়ে চিঠিও দিয়েছিল বাফুফে। নেপালের ফ্লাইট জটিলতার কারণে একদিন করে পিছিয়েছে ম্যাচ দুটি। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ ও ১৬ জুলাই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর সাবিনারা আর মাঠে নামতে পারেননি। নয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় নারী দল। এই দুই প্রীতি ম্যাচের জন্য সাবিনারা এবার ঈদে ছুটিও পাননি।
জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেছেন মে মাসের শেষ সপ্তাহে। ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও অনুশীলন করান না সাবিনাদের। ফলে ছোটনের সহকারী কোচ লিটু এখনও সাবিনাদের অনুশীলন করাচ্ছেন।
এজেড/এএইচএস