আফগানদের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের সহজ লক্ষ্যে আফগানিস্তানের শুরুটা ছিল আঁটসাঁট। মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের করা প্রথম চার ওভারে তারা মাত্র ১০ রান তুলতে পারে। এরপর অবশ্য তাদের রানের গতি কিছুটা বেড়ে যায়। ওই ধারাবাহিকতায় উইকেট না হারিয়েই নিরাপদে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান। সেই যাত্রায় সফরকারীদের ৫৪ রানের মাথায় প্রথম আঘাত হেনেছেন সাকিব আল হাসান।
আগে থেকেই দুই ওপেনারকে ভোগাচ্ছিলেন সাকিব। অবশেষে তিনি সফল হয়েছেন। তার বলে সামনে এগিয়ে এসে লেগ স্কয়ারে খেলতে গিয়ে রহমানউল্লাহ গুরবাজ নাজমুল শান্ত’র তালুবন্দী হয়েছেন। ৪৫ বলে তিনি করেছেন ২২ রান। ক্রিজে ৩১ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার ইব্রাহীম জাদরান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৮.৩ ওভারে এক উইকেটে ৬৩ রান।
এর আগে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের গণ্ডি কমিয়ে ৪৩ ওভারে নির্ধারিত হয়। প্রথমে ব্যাটিং করে স্বাগতিক টাইগাররা ৯ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করা তাওহীদ হৃদয় ব্যাটারদের মধ্যে একমাত্র উজ্জ্বল নাম। তার ব্যাটে চড়েই মূলত তামিমের দল দেড়শ রান পার করে।
পরবর্তীতে রানতাড়ায় আফগান ওপেনারদের শুরুটা ছিল সাবধানী। তবে বাংলাদেশি বোলাররাও ভালো শুরু করেছিলেন। আফগানদের রানের গতি কমিয়ে রাখলেও, উইকেটের দেখা পাচ্ছিলেন না মুস্তাফিজ, হাসান ও তাসকিনরা। পেসারদের মাধ্যমে উইকেট নিতেই হয়তো অধিনায়ক তামিম স্পিনারদের আক্রমণে আনছিলেন না। তবে শেষ পর্যন্ত দশম ওভারে বোলিংয়ে আনা হয় সাকিবকে। সেই সাকিবই প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছেন।
এএইচএস