ফিফার সেমিনারে বাফুফের ৩ কর্মকর্তা

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। জিয়ান্নি ইনফান্তিনো ফিফা সভাপতি হওয়ার পর গভর্ন্যান্সের ওপর বিশেষ জোর দিয়েছেন। যার অধীনে ফিফা ফরোয়ার্ড ওয়ার্কশপ সেমিনারে অংশ নিতে বাফুফের তিন এক্সিকিউটিভ আজ (৫ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
ফিফা ফরোয়ার্ডের অর্থের সঠিক ব্যবহার করতে না পারার অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। গভর্ন্যান্সের সঙ্গে আর্থিক বিষয়াদি সুস্পষ্টভাবে জড়িত। বাফুফের প্রধান আর্থিক কর্মকর্তা আবু হোসেন ও ফিন্যান্স এক্সকিউটিভ অনুপম ফিফার নজরদারিতে রয়েছেন। তাই বাফুফে থেকে ফিফার এই সেমিনারে তাদের বাদ দিয়ে অন্য দুই এক্সিকিউটিভকে প্রেরণ করা হয়েছে।
বাফুফের নির্বাচিত কর্মকর্তারা নীতি নির্ধারণ করেন। ফুটবল পরিচালনার মূল কাজটা করেন ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তারা। তাই এক্সিকিউটিভদের নিয়েই ফিফার গভর্ন্যান্স সেমিনার। বাংলাদেশ থেকে এই সেমিনারে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্রজেক্ট অফিসার তানভীর ও বাফুফের ফিন্যান্স কনসালটেন্ট রফিক।
রফিক ফিফার কনসালটেন্ট হয়ে ফেডারেশনে এসেছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর বাফুফের বোর্ড সভায় তাকে বাফুফের বেতনভুক্ত স্টাফ হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তই হয়েছিল। এরপরও তিনি আকস্মিকভাবে বাফুফের স্টাফ হিসেবে কাজ করছেন এবং ফিফার সেমিনারেও যাচ্ছেন বাফুফের প্রতিনিধিত্ব করতে।
ফিফার এই গভর্ন্যান্স সেমিনার ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা ছিল। মাস দেড়েক পর সেই সেমিনার ভেন্যু পরিবর্তন হয়ে দুবাইতে হচ্ছে। আগামী ৬-৭ জুলাই সেমিনারে অংশগ্রহণ শেষে ৮ জুলাই দেশে ফেরার কথা রয়েছে বাফুফের তিন প্রতিনিধির।
এজেড/এএইচএস