আফগানিস্তান সিরিজ শেষ এবাদতের

দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় চোট পেয়েছিলেন এবাদত। এরপর সেই ম্যাচে আর ব্যাটিং করতেও নামেননি। সেই চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই চলমান আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন এই পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এই পেসার।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিজিও এসে প্রাথমিকভাবে দেখার পর তিনি ওঠেও দাঁড়ান। কিন্তু এরপরই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তাকে আর বোলিং করতে দেখা যায়নি। এমনকি মাঠ ছেড়ে যাওয়ার পথেও তাকে খোঁড়াতে দেখা গেছে। তার বদলি হিসেবে ওভারের বাকি চার বল করেছিলেন নাজমুল হোসেন শান্ত।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী গতকালই জানিয়েছিলেন, এবাদতের বাম পায়ের পেশিতে টান লেগেছে। তাই এই পেসারকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখবেন তারা।
এসএইচ/এইচজেএস