আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশকে মাপতে চান না পোথাস

গত মার্চে ৭ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের পর অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফেরে টাইগাররা। কিন্তু এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। চলমান এই সিরিজে এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েছে টাইগাররা।
তবে নিক পোথাস মনে করেন, লম্বা সময়ের পারফরম্যান্স হিসেব করেই বাংলাদেশ দলকে মাপা উচিত। এক-দুই ম্যাচ দেখে কোনো মন্তব্য করা উচিত না বলেও জানান তিনি। সহকারী কোচ বলেন, 'শেষ দুই ম্যাচে তাদের (বাংলাদেশ দলের) পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না, আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে পরিমাপ করছি। আমরা ভুলে যাচ্ছি, আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কি করেছে।’